রোববার, ২৪ নভেম্বর ২০২৪
মারা গেছেন ‘রক অ্যান্ড রোলের জনক’ খ্যাত চাক বেরি
প্রকাশিত - মার্চ ১৯, ২০১৭ ১০:১২ এএম
মারা গেছেন 'রক অ্যান্ড রোলের জনক' হিসেবে পরিচিত চাক বেরি। ৯০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মিশরি অঙ্গরাজ্যে নিজ বাস ভবনের বাহিরে থাকা অবস্থায় মারা গেছেন তিনি।
অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ থেকে জানানো হয়, স্থানীয় সময় শনিবার দুপুর ১২টার সময় জরুরি বিভাগ থেকে বার্তা পেয়ে চাক বেরির বাসায় আসে পুলিশ। কিন্তু সেখানে এসে তার বাড়ির দরজায় বেশ কয়েকবার কলিং বেল বাজিয়েও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে আসে পুলিশ। এ সময় বাড়ির প্রাঙ্গণে মেলে চাক বেরির দেহ।
চার্লস অ্যাডওয়ার্ড এন্ডারসন বেরি বা চাক বেরির জন্ম ১৯২৬ সালের ১৮ অক্টোবর। তার উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- আফটার স্কুল সেশান, ওয়ান ডাজন বেরিস, রকিস এট দ্য হোপস, সেন্ট লুইস টু লিভারপুল প্রমুখ। ৫০ দশকের শেষ ভাগ থেকে ৬০ দশকের সবচাইতে জনপ্রিয় শিল্পীদের একজন চাক বেরি। সিএনএন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.