ক্রেডিট কার্ডে লেনদেন দেশে বেড়েছে, বিদেশে কমেছে

আপডেট: ২০২৫-১০-২২ ১৮:২৩:০৪


গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। তবে দেশের ভেতর বেড়েছে। ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেনসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৭৯ কোটি ৩ লাখ টাকা খরচ করেছিল। আর পরের আগস্ট মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে ৪৪৩ কোটি ৩ লাখ টাকা। সেই হিসাবে আগস্ট মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন কমেছে ৩৬ কোটি টাকা।

প্রতিবেদন বলছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের আগস্ট মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৭৭ কোটি ৬ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যে ৪৬ কোটি ৮ লাখ টাকা, থাইল্যান্ডে ৪৭ কোটি ৯ লাখ টাকা, সিঙ্গাপুরে ৩৯ কোটি ৫ লাখ টাকা, মালয়েশিয়ায় ২৯ কোটি ১ লাখ টাকা, ভারতে ৩১ কোটি ৮ লাখ টাকা, নেদারল্যান্ডে ২০ কোটি, সৌদিতে ১৫ কোটি, কানাডায় ২২ কোটি, ইইউএতে ১৩ কোটি, অস্ট্রেলিয়ায় ১৪ কোটি, আয়ারল্যান্ড ১৪ কোটি ও অন্যান্য দেশে ৬৯ কোটি টাকা খরচ হয়েছে।

বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার কমে আসার কারণ প্রসঙ্গে ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারে পরিবর্তন আসার পর আওয়ামী লীগ সমর্থিত রাজনীতিবিদ, ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফলে তাঁদের সব ধরনের কার্ড ব্যবহার বন্ধ হয়ে গেছে। দেখা গেছে, ব্যাংক হিসাবে টাকা জমা থাকলেও বিদেশে সেই অর্থ তাঁরা খরচ করতে পারছেন না।

অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য মতে, জুলাই মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ১৮৮ কোটি টাকা। আর পরের আগস্ট মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ১৮৩ কোটি ৫ টাকা। সেই হিসাবে আগস্ট মাসে বিদেশিরা বাংলাদেশে কম খরচ করেছে ৫ কোটি টাকা।

এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৪১ কোটি টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ১৯ কোটি টাকা খরচ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারত। দেশটির নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৬ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেশি হয়েছে। জুলাই মাসে দেশের ভেতর খরচ হয়েছিল ৩ হাজার ৮৩ কোটি টাকা। আর পরের আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ হয়েছে ৩ হাজার ১৪৪ কোটি টাকা। সেই হিসাবে আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর বেশি খরচ হয়েছে ৬১ কোটি টাকা।

এএ