শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
‘জঙ্গিবাদকে বাংলাদেশের মানুষ কখনো প্রশয় দিবে না’
প্রকাশিত - মার্চ ১৯, ২০১৭ ১২:৩৬ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো প্রশয় দিবে না। বাংলাদেশের মানুষ যেকোনো সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই কারণেই বাংলাদেশে জঙ্গিবাদ কখনো প্রশয় পায় নাই। সেজন্য আমরা বরাবরই বলছি যে, গণতন্ত্রের চর্চা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে এ সমস্যার সমাধান হতে পারে।
রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, সুষ্ঠু নির্বাচন দিতে হবে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, মানুষের অধিকারগুলোকে দিতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এজন্য পরিবেশ তৈরি করতে হবে সরকারকে।
এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.