দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-২৩ ১৫:৪৫:৪৭

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৫৮৭ বারে ১ লাখ ৯৭ হাজার ৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৭৬৭ বারে ১ লাখ ১৪ হাজার ৫৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২৮২ বারে ৩৬ হাজার ৫০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –স্টাইলক্রফটের ৮.৯৮ শতাংশ, এক্সিম ব্যাংকের ৮.৮২ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৮.৭৪ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮.৫৭ শতাংশ, ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৮.৩৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.২২ শতাংশ এবং রহিমা ফুড কর্পোরেশনের ৭.৯৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












