দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-২৩ ১৫:৫২:৩১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩১১ বারে ২৪ লাখ ৪৩ হাজার ৯৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০৩ বারে ১১ লাখ ৩৯ হাজার ৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা

তালিকার ৩য় স্থানে থাকা ফ্যামিলিটেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২ বারে ১ লাখ ১৫ হাজার ৬০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –খান ব্রাদার্সের ৩.৯০ শতাংশ , সাইফ পাওয়ারটেকের ৩.৫৭ শতাংশ , সামিট পাওয়ারের ৩.৪৭ শতাংশ , সোনারগাঁও টেক্সটাইলের ২.৭৪ শতাংশ , প্রাইম ইন্স্যুরেন্সের ২.৫০ শতাংশ , ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৪৯ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ২.৪৪ শতাংশ দর কমেছে।

 

 

এসকেএস