শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
উত্তর কোরিয়া ইস্যুতে ‘ঠাণ্ডা মাথায়’ ভাবুন : যুক্তরাষ্ট্রকে চীন
প্রকাশিত - মার্চ ১৯, ২০১৭ ১:৩৫ পিএম

উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ঠাণ্ডা মাথায় চিন্তা করার পরামর্শ দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে রেক্স টিলাসনের প্রথম চীন সফরে এ কথা জানায় চীনের পক্ষ থেকে আলোচনায় যোগ দেয়া ওয়াং ওয়াই। তিনি যুক্তরাষ্ট্রকে এই ইস্যুতে কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শনিবার চীনের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠককালে টিলারসনকে জানানো হয়, উত্তর কোরিয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আরো ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে। বিশেষত দেশটির পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের বিষয়ে কোন সামরিক উদ্যোগ গ্রহণের বদলে কূটনৈতিক উদ্যোগ বেশি কার্যকর হবে বলেও জানায় তারা।
দুই ঘণ্টা এই বৈঠকে আরো জানানো হয়, যুক্তরাষ্ট্রের উচিত সঠিক পথ হিসেবে নিজেদের পূর্বের অবস্থানকে বেছে নেয়া এবং মধ্যস্থতার মাধ্যমে বিষয়টির মীমাংসা করা।
এদিকে বৈঠকে টিলারসন জানান, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা এক 'মারাত্মক পর্যায়ে' রয়েছে এবং পিয়ংইয়ং-এর এ ধরণে কার্যক্রম বন্ধে চীন সহায়তা করবে বলে নিশ্চয়তা প্রদান করেছে। কিন্তু সেটা কি ধরণের নিশ্চয়তা সেটি নির্দিষ্ট করে গণমাধ্যমকে জানাননি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। সিএনএন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.