প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধ পেল ডিএসই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-২৬ ১৩:৫০:৫৯

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২২ অক্টোবর কোম্পানিটির কারখানা পরিদর্শনে গিয়ে কারখানাটি বন্ধ পাওয়া যায়।
অপরদিকে, কোম্পানিটি জানিয়েছে , গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কোম্পানিটি দ্রুততম সময়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা করছে। এই বিষয়ে কোম্পানিটি ইতিমধ্যেই পুনরায় সংযোগের জন্য তিতাস অফিসে একটি চিঠি জমা দিয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













