দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-২৬ ১৫:৪২:০৯

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১৩ বারে ৬ লাখ ৭০ হাজার ৩০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬২ বারে ১ লাখ ৯৩ হাজার ১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩২৮ বারে ১৫ লাখ ২৮ হাজার ৩৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এশিয়া ইন্স্যুরেন্সের ৮.৮৬ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৭০ শতাংশ, মন্নু ফেব্রিক্সের ৭.১৯ শতাংশ, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান ৬.৫৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.১১ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্সের ৫.৮৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.২৩শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












