

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাবির এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির চলমান ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম সকালে পুরান কলাভব ও বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় প্রো-ভিসি প্রফেমর ড. আবুল হোসেন, ট্রেজারার প্রফেসর ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল জববার হাওলাদার, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ ভিসির সঙ্গে ছিলেন।
জাবি প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘এইচ’ ইউনিটের (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফ্ট শুরু হবে সকাল ৯টায়। ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে www.juniv.edu/admission জানা যাবে।
সানবিডি/ঢাকা/এসএস