দর বৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-২৭ ১৫:৩২:২৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২৩ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৩৯৮ বারে ২০ লাখ ১ হাজার ৭৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৩৬ বারে ১১ লাখ ৫৬ হাজার ৯৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা স্যালভো ক্যামিকেলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৯৮ বারে ১৫ লাখ ৩৭ হাজার ৮১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – শাহজিবাজার পাওয়ারের ৬.১০ শতাংশ, আমান ফিডের ৫.৬০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৫১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৪.৩৬ শতাংশ, নাভানা সিএনজির ৪.১৯ শতাংশ, তসরিফর ৩.৩৯ শতাংশ, কুইন সাউথের ৩.১৭ শতাংশ ও ই-জেনারেশনের ৩.১৪ শতাংশ দর বেড়েছে। 

 

এসকেএস