
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৩ বারে ২ লাখ ৯১ হাজার ২২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৪৯ বারে ৮ লাখ ৪৬ হাজার ১৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২০লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২ বারে ৬১ হাজার ৬৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, এএফসি এগ্রোর ৮.৩৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮.০০ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৭.৬০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭.৪১ শতাংশ ও বারাকা পাওয়ারের ৭.০৪ শতাংশ দর কমেছে।
এসকেএস