বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
রোহিঙ্গাদের তোপের মুখে মিয়ানমারের প্রতিনিধি দল
প্রকাশিত - মার্চ ২১, ২০১৭ ১১:৪০ এএম
সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বালুখালী বস্তিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে আলাপ করতে গিয়ে তোপের মুখে পড়েছে মিয়ানমারের প্রতিনিধি দলের সদস্যরা। সোমবার সকাল ৯টার দিকে ছয় সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলটি বালুখালী বস্তিতে পৌঁছে সেখানে আইওএম নির্মিত গোলঘরে রুদ্ধদ্বার কক্ষে নির্যাতিত রোহিঙ্গা নারী-পুরুষের সাথে কথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মিয়ানমার প্রতিনিধি দলটির সদস্যরা বালুখালী বস্তি ত্যাগ করেন।
বি-ব্লকের জোবাইর, আবুল ফয়েজ ও সাদেক মাঝি মিয়ানমার প্রতিনিধি দলের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সাংবাদিকদের জানান, তারা মিয়ানমার কমিশনের প্রশ্নের জবাবে সেদেশের সেনা সদস্য কর্তৃক রোহিঙ্গা নারী ধর্ষণ, নির্বিচারে হত্যা, শিশুদের পুড়িয়ে মারা, ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াসহ মালামাল লুটপাটের অভিযোগ উত্থাপন করেছেন। মিয়ানমার কমিশন তা সরাসরি অস্বীকার করেছে। তারা বুঝাতে চেয়েছেন, রোহিঙ্গারা উস্কানি দিচ্ছে।
বালুখালী বস্তির লালু মাঝি জানান, মিয়ানমারে মংডুর খেয়ারিপ্রাং গ্রামের তিন নারীসহ ১০/১২ জন ধর্ষিতা ও গুলিবিদ্ধ আব্দুল্লাহ (২৩), নুর মোহাম্মদসহ (২২) বেশ কয়েকজন বীভত্স নির্যাতনের ঘটনা তুলে ধরেছেন। মিয়ানমার কমিশন রোহিঙ্গাদের এসব অভিযোগ শুনলেও এর কোনো প্রতিকার বা সুষ্ঠু সমাধানের আশ্বস্ত করেনি। তারা রোহিঙ্গাদের অভিযোগ অস্বীকার করেছেন। এসময় আইওএমসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মিয়ানমার কমিশনের পক্ষে বালুখালী বস্তি পরিদর্শন করেন জ্যং মিন্ট পে, ত্যং তুই থেট, তুন মায়ার্ট, নিয়াট সোয়ে, থেট থেট ঝিন, নিয়ান নাই ম্যান। এর আগে গত রবিবার মিয়ানমার কমিশন কুতুপালং বস্তি পরিদর্শন করতে গেলে রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে পড়ে সদস্যরা।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.