সন্তানদের জন্য সিগারেট-মদ ছাড়ছেন শাহরুখ

প্রকাশ: ২০১৭-০৩-২১ ১১:৪৭:২৭


Shahrukh Femilyসন্তানদের মুখের দিকে চেয়ে ধূমপান ছাড়তে চান শাহরুখ। এমনকী, মদ্যপানও ছেড়ে দিতে রাজি। এমনটাই মনের ইচ্ছে শাহরুখ খানের। এসব কথা নিজেই প্রকাশ করলেন।
মাত্র পনেরো বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ। বাবার সঙ্গ সে রকম ভাবে না পাওয়ার দুঃখ আজও বয়ে বেড়ান তিনি। তবে সন্তানদের গায়ে যাতে সে রকম দুঃখের আঁচ না লাগে তার জন্য নিজের লাইফস্টাইলও বদলাতে চান কিং খান।
বিশেষ করে চার বছরের আব্রামের মুখে চেয়ে আরও চিন্তার ছাপ পড়েছে শাহরুখের মনে। ৫১ তে পা দিয়েই এ ব্যাপারে আরও সতর্ক তিনি। শাহরুখ বলেন, হ্যাঁ! সে চিন্তা যে মাথায় আসে না, তা নয়। কিছু দিন আগেই ভাবছিলাম, নিজেকে আরও ফিট রাখতে হবে। সবকিছু ছেড়ে দেয়ার পরিকল্পনা আছে।
এমনিতে ধূমপায়ী হিসাবে বেশ ‘সুনাম’ শাহরুখ খানের। মদ্যপানও করেন বেশ ভাল মতোই। তবে পঞ্চাশ পেরনোর পর চার বছরের ছেলে আব্রামের মুখ চেয়েই বেশ চিন্তায় রয়েছেন শাহরুখ।
সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে তাই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে চান তিনি। ধূমপান-মদ্যপান ছেড়ে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে চান শাহরুখ। খবর- ইন্ডিয়ান এক্সপ্রেস।