বাটা সুর ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-১০-২৮ ২০:০৬:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ অনুযায়ী প্রতি ১০ টাকার শেয়ারের জন্য শেয়ার হোল্ডারগণ ১৪ টাকা ৩০ পয়সা পাবেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৩২ পয়সা। গত অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৭ টাকা ৮১ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১৯ টাকা ০৪ পয়সা।

অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার সময় নির্ধারণে রেকর্ড তারিখ ১৮ নভেম্বর।

এএ