
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭০৫ বারে ৫ লাখ ২০ হাজার ৩৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬২২ বারে ১৬ লাখ ৩৩ হাজার ৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪১ লাখ টাকা
তালিকার ৩য় স্থানে থাকা সি পার্ল বিচের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৭৩ বারে ৩০ লাখ ১৭ হাজার ৮৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৫৫ লাখ টাকা।