ফারইস্ট লাইফের সিইও হিসেবে কামরুল ইসলামের নিয়োগ প্রস্তাব বাতিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-২৯ ২১:১৬:০৯

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কামরুল হাসান এর নিয়োগ প্রস্তাব বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ (আইডিআরএ)। বুধবার (২৮ অক্টোবর) আইডিআরএর এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর আইডিআর-এ পাঠানো এক চিঠিতে সংস্থাটির সাবেক সদস্য কামরুল হাসানকে সিইও হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আবেদন করে ফারইস্ট লাইফ।
তার আগে গত ১৪ আগস্ট ফারইস্ট লাইফের বোর্ড সভা নিয়োগ অনুমোদন দেয়। তারপর আইডিআর’র অনুমোদন না পাওয়ার আগেই বিভিন্ন ফাইলে স্বাক্ষর করাসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
বুধবার তার নিয়োগ প্রস্তাব বাতিল করে দেওয়া চিঠিতে আইডিআরএ বলেছে, ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা ২০১২’ (সংশোধিত ২০২৩) এর প্রবিধি ৩(ক) অনুসারে বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে সমতাকরণ সার্টিফিকেট দাখিল করার বিধান রযেছে। তবে বিধান থাকা সত্ত্বেও ফারইস্টের কামরুল ইসলাম মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বিদেশ থেকে অর্জিত ডিগ্রির মূল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করেননি। তিনি ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস ও ইউনিভার্সিটি অফ লেইসেস্টার থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের তথ্য তার জীবন বৃত্তান্তে উল্লেখ করেছেন।
চিঠিতে আরো বলা হয়, প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কামরুল হাসান তার জীবন বৃত্তান্তে বিভিন্ন লাইফ বীমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন হিসেবে অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। কিন্তু তাতে তিনি ৩টি লাইফ বীমা প্রতিষ্ঠানে (প্রোটেক্টিভ লাইফ ইনস্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স) মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন মর্মে উল্লেখ করলেও কর্ম অভিজ্ঞতার কোনো প্রমাণক আইডিআরএ বরাবর তিনি দাখিল করেননি।
এদিকে, প্রবিধানের বাধ্যবাধকতা রয়েছে ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২’ (সংশোধিত ২০২৩) এর প্রবিধি ৩(খ) অনুযায়ী, লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদের জন্য আবেদনকারীর অব্যবহিত নিম্নপদে কমপক্ষে ২ (দুই) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে, ২ (দুই) বছরের কর্ম অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক হলেও প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা ২ (দুই) বছরের কর্ম অভিজ্ঞতার প্রমাণক সংযুক্ত করা হয়নি বলে আইডিআরএর চিঠিতে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও কামরুল হাসান ঋণখেলাপী নন মর্মে বীমা কোম্পানির পর্ষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র জমা দিতে পারেননি। আরও বলা হয়েছে তাকে ফারইস্ট লাইফ কতৃক জারিকৃত চেকলিস্ট মোতাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের সুপারিশ সম্বলিত এনআরসি কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপি প্রদান করা হয়নি।
এসব বিষয় আমলে নিয়ে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের সিইও হিসেবে কামরুল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে। এদিকে, চলতি মাসের ২৩ অক্টোবর ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে বংশাল থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে আদালতের জবানবন্দিতে তার দেশে বিদেশে ২০০ কোটি টাকার সম্পদ রয়েছে বলে স্বীকার তিনি করেন। কিন্তু সেই জবানবন্দিতে নজরুল পরে সই করেননি বলে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো: আকতারুল ইসলাম।
এদিকে, আদালতে অর্থপাচার ও মানিলন্ডারিং এর বিষয়ে নজরুল ইসলাম বলেন ফারইস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ খালেক তার নিজ ও পরিচিত লোকদের নামীয় ১১টি প্রতিষ্ঠানের নামে বেনামে ৫৯১ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেন। এর আগে গত ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে আরো একটি মামলা করেন। তারআগে ২০২২ সালের সেপ্টেম্বরে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন।
তবে অভিযোগ আছে, ফারইস্ট ইসলামী লাইফের ওপর করা এক বিশেষ নিরীক্ষায় দেখা যায় কোম্পানিটি থেকে ২ হাজার ৩৬৭ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এর বাইরে অনিয়ম হয়েছে ৪৩২ কোটি টাকার। কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম এ খালেকসহ কোম্পানির সাবেক সব পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্লাহ এবং কোম্পানির কিছু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটান। কিন্তু গ্রাহকদের পক্ষে দাবি করা হয় ফারইস্টের ৪৫০০ (চার হাজার পাচশত) কোটি টাকা আত্মাসাৎ করেন নজরুল ও খালেক সিন্ডিকেট। সেই অর্থ উদ্ধার ও সাবেক চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











