দীর্ঘ ৯ বছর মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯টি প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে তিনি মাগুরায় পৌঁছন। এছাড়া বিকালে মাগুরা মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দেবেন।
এরই মধ্যে জনসভাস্থল ও এর আশপাশে দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যান সাধারণ মানুষ এসে জড়ো হয়েছে। এখন চলছে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য। স্টেডিয়ামে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার ওপরে বানানো হয়েছে সভা মঞ্চ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু জানান, ২০০৮ সালে সর্বশেষ শেখ হাসিনা মাগুরা এসেছিলেন। দীর্ঘ ৯ বছর পর প্রধানমন্ত্রীর আগমন গোটা মাগুরায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।