দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-০২ ১৫:৩২:৫৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মনোস্পুল বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩০ দশমিক৪৭ শতাংশ। কোম্পানিটি ১০ হাজার ২৪১ বারে ২৬ লাখ ৯৪ হাজার ৭৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জেমিনী সী ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৯৫০ বারে ১ লাখ ২২ হাজার ২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৫৯২ বারে ৩৯ হাজার ৭১৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মাগুরা মাল্টিপ্লেক্সের  ৭.৯১ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৭.৫৮ শতাংশ ফার্মা এইডসের ৭.৪৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.২৮ শতাংশ, সামিট অ্যালায়েন্সের ৫.১৬ শতাংশ, অপেক্স ফুডসের ৪.৫৩ শতাংশ ও জেএমআই সিরিঞ্জের ৪.০৭ শতাংশ দর বেড়েছে। 

 

এসকেএস