
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৯৩ বারে ১৮ লাখ ১৮ হাজার ২৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৩ বারে ৩১ লাখ ৭২ হাজার ৬১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭০১ বারে ৩ লাখ ৯৪ হাজার ২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্টের ৬.২৫ শতাংশ, খান ব্রাদার্সের ৬.০২ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৫.৮৮ শতাংশ, টুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ৫.৮৮ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংককের ৫.৫৬ শতাংশ, রংপুর ডেইরীর ৫.২২ শতাংশ এবং ইনটেকের ৫.০৭ শতাংশ কমেছে।
এসকেএস