দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-০৩ ১৫:৪৮:০৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩ বারে ৪ লাখ ৭০ হাজার ৫০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯ বারে ১ লাখ ৫২ হাজার ৯৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজ উদ্দিনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৯১ বারে ২ লাখ ৭ হাজার ৪৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.১৯ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ডের ৮.০৯ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১ ৭.৫০ শতাংশ, লিগাসি ফুটওয়ারের ৭.১২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.০০ শতাংশ, গোল্ডেন সনের ৬.৯৬ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮৬ শতাংশ দর কমেছে।

 

এসকেএস