৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-০৪ ১০:০৫:৫০


দখলদার ইসরায়েলি বাহিনী হামাসের সঙ্গে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পাঁচজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যা গাজার পরিবারের জন্য সাময়িক স্বস্তি এনে দিয়েছে।

এ বিষয়ে আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি হাসপাতালের বাইরে থেকে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্ত ওই পাঁচজনকে চিকিৎসা পরীক্ষার জন্য দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের সামনে স্বজনরা ভিড় জমান। কেউ কেউ মুক্তিপ্রাপ্ত প্রিয়জনকে জড়িয়ে ধরেন, আবার কেউ কেউ এখনও নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চালান।

‘এটি যুদ্ধবিরতির পর প্রথমবার ইসরায়েলি বাহিনী অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে,’ বলেন খুদারি।

বর্তমানে হাজারো ফিলিস্তিনি এখনো ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন, যাদের মধ্যে অনেকেই অভিযোগ ছাড়াই আটক আছেন। মানবাধিকার সংস্থাগুলোর ভাষায়, এটি এক ধরনের ‘স্বেচ্ছাচারী আটক’।

এনজে