
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৩২ বারে ৪৪ লাখ ১৯ হাজার ৫১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩৭ বারে ১০ লাখ ৪৬ হাজার ৫৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি ৯২৫ বারে ১৮ লাখ ৩৩ হাজার ৭৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সোনালী আঁশের ৫.৫৬ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইলের ৫.১০ শতাংশ, রানার অটোমোবাইলসের ৪.৯১ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৭২ শতাংশ এবং মনোস্পুল বাংলাদেশের ৪.৬৩ শতাংশ, ফার্মা এইডসের ৩.৯৪ শতাংশ ও জেমিনি সী ফুডের ৩.৯০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস