
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬ বারে ২ লাখ ১২ হাজার ৮০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪২ বারে ৮৪ হাজার ৮৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫ বারে ২ লাখ ৯৫ হাজার ১৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –প্যাসিফিক ডেনিমসের ৯.৭৬ শতাংশ, রতনপুর স্টিলের ৯.৬৮ শতাংশ, ফারইন্ট ফাইন্যান্সের ৯.৫৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.৯৩ শতাংশ এবং একটিভ ফাইনের ৮.৮২ শতাংশ দর কমেছে।
এসকেএস