দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় মো. মুসা (৫৫) নামের এক ব্যবসায়ী সমিতির নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাত একটার দিকে পৌর শহরের কাঁচা বাজার পদ্মা মার্কেটের দোতালায় সমিতির অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর।
নিহত মুসা পৌর শহরের কাঁচা বাজার সমিতির ক্যাশিয়ার ও নোয়াবাদ ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই ঘটনাস্থল পরির্দশন করেন ভোলার পৌর মেয়র মনিরুজ্জামান মনির ও জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা।