সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-০৮ ০৯:৪২:১৮


যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার একই পদক্ষেপ নেওয়ার পরদিন শুক্রবার (৭ নভেম্বর) এই সিদ্ধান্ত জানায় ওয়াশিংটন ও লন্ডন।

এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এছাড়া, শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সঙ্গে মাদকবিরোধী অভিযান, রাসায়নিক অস্ত্র নির্মূল ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কাজ করতে এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পর বর্তমান সরকারের অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল শারার পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন এবং লন্ডন। দুজনই এতদিন আইএস ও আল কায়েদা সংশ্লিষ্টতার অভিযোগে আর্থিক নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

আগের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানায়, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আল-কায়েদার মধ্যে সক্রিয় সম্পর্ক না থাকায় আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বলেছে, জাতিসংঘের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে তারাও পরবর্তী পদক্ষেপ নেবে।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে উৎখাতের পর ক্ষমতা গ্রহণ করেন আহমদ আল-শারা। সাবেক এইচটিএস নেতা আল শারা জানুয়ারি থেকে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন এবং বিশ্বশক্তিগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন।

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করবেন আল-শারা। এটি সম্পন্ন হলে, তা হবে সিরিয়ার প্রথম কোনও রাষ্ট্রপ্রধানের হোয়াইট হাউজে বৈঠক।

এনজে