সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-০৮ ১০:১২:৪০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মনোস্পুল বাংলাদেশ লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৯ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩১.০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১.৯০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১৩.৪০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফার্স্ট ফাইন্যান্সের ১৩.৬৪ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১.১১ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০.৫৬ শতাংশ, এপেক্স ফুডসের ১০.৪১ শতাংশ, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৯.৫৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮.৮০ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ৮.৫৫ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস