আবারও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-০৯ ০৯:৪৩:১৮

যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে আবারও দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বোমার আঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩ জন।
শনিবার (৮ নভেম্বর) দক্ষিণ-পূর্ব লেবাননের দুটি শহর আইন আতা ও সেবা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।
জানানো হয়, একটি গাড়ির ওপর পড়া বোমার আঘাতে প্রাণ যায় ভেতরে থাকা দুই ভাইয়ের। এর আগে অপর এক হামলায় বারাচিত এলাকায় প্রাণ হারায় ১ জন। গুরুতর আহত হয় অন্তত ৪ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুই দফা ড্রোন হামলার শিকার হয়েছে দক্ষিণের বিনত জাবেইল শহর। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৭ জন। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চালানো হচ্ছে এসব হামলা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













