ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-০৯ ০৯:৫৫:০৯

৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা। ইভেন্টের ৫৩ কেজি শ্রেণীতে এই পদক জেতেন তিনি।
গতকাল শনিবার (৯ নভেম্বর) সৌদি আরবে বাংলাদেশ সময় রাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় মারজিয়া স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে ৭২ আর ক্লিন অ্যান্ড জার্কে ৯২ কেজি তোলেন তিনি।
এই ইভেন্টে বিভিন্ন দেশের আটজন নারী ভারত্তোলক অংশ নেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ ও ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












