
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস্ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ৮৭৪ বারে ৫ লাখ ৩৯ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পাওয়ার গ্রিডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৪২৭ বারে ১ লাখ ৬৭ হাজার ৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮৫ বারে ২ লাখ ৭৩ হাজার ৭১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ফেডারেল ইন্স্যুরেন্সের ৪.২১ শতাংশ, রানার অটোমোবাইলসের ৪.০৯ শতাংশ, সায়হাম কটনের ৪.০৫ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৩.২৭ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ১.৮১ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের১.৬৯ শতাংশ ও বীচ হ্যাচারীর ১.৫৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস