মিজু আহমেদ যেভাবে চলে গেলেন: শেষ মুহূর্তের ছবি

প্রকাশ: ২০১৭-০৩-২৮ ১৪:০০:০৭


Mizu-Ahmedজনপ্রিয় খলনায়ক মিজু আহমেদ আর নেই আমাদের মাঝে। সবাইকে কাঁদিয়ে হুট করে চলে গেলেন গতকাল রাতে। সোমবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল রাত থেকে মঙ্গলবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী বন্ধু, অনুজসহ সাধারণ ভক্তদের মাঝে শোক নেমে আসে। বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করেছেন সবাই।
মিজু আহমেদ শ্যুটিংয়ে অংশ নিতে সোমবার রাতে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে দিনাজপুর যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টা দিকে ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একজন গুণী চলচ্চিত্র অভিনেতা ছাড়াও তিনি একজন প্রযোজক হিসেবে ঢালিউড পাড়ায় পরিচিত। মূলত, আহমেদ তার খলনায়ক চরিত্রের সুবাদে বাংলা চলচ্চিত্রে সুপরিচিত।
মিজু আহমেদের জন্ম ১৯৫৪ সালের ১৭ই নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে তার পরিবার। তার আসল নাম মিজানুর রহমান। শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন।
পরবর্তী তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সাথে অন্তর্ভুক্ত হন। শিক্ষাগত যোগ্যতার দিকে থেকে তিনি বিএসসি বিভাগ নিয়ে উত্তীর্ণ হন। চলচ্চিত্র কর্মজীবন ১৯৭৮ সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজ এর ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।