দিপ্ত টিভির তুমুল জনপ্রিয়তার মূল কারণ ডাবিংকৃত তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’। তাদের দেখে অনেক চ্যানেল ইতোমধ্যে বেশকিছু ডাবিং সিরিয়াল প্রচার করছে। বেসরকারী টিভি মাছরাঙা এবার প্রচার করতে যাচ্ছে সুলতান সুলেমানের পূর্বপুরুষের গল্প নিয়ে সিরিয়াল ‘দিরিলিস: আরতুগ্রুল’। এখানে দেখা যাবে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর ইতিহাস। যদিও আরেক বেসরকারী টিভি চ্যানেল একুশে টিভিতে একই সিরিয়াল ‘সীমান্তের সুলতান’নামে প্রচারিত হয়েছে।
মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, ‘দিরিলিস: আরতুগ্রুল’ শিরোনামের এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে শিগগিরই প্রচার করবে চ্যানেলটি। একজন সাধারন মানুষ হয়েও অসামান্য বীরত্বের মাধ্যমে কিভাবে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেই কাহিনী নিয়েই তৈরি হয়েছে এই সিরিয়াল। জানা গেছে, তুর্কি ভাষায় নির্মিত এ সিরিয়ালটি গেল তিন বছর ধরে তুরস্কের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। ৪৩টি দেশে ২২টি ভাষায় প্রচারিত হয়েছে এটি।