দর বৃদ্ধির শীর্ষে পাওয়ার গ্রীড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-১০ ১৫:৩৮:৪০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রীড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ১২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৪৩ বারে ২০ লাখ ২২ হাজার ৮৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪২ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৪৮০ বারে ৬৯ হাজার ৩৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৭৬ বারে ১৭ লাখ ১৮ হাজার ৯৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সোনালী আঁশের  ৪.৯৪ শতাংশ,  মালেক স্পিনিং মিলসের ৪.৬৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪.১৭ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৮৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৭১ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ৩.৬৩ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩.৫৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস