দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-১০ ১৫:৫০:০২

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬ বারে ২ লাখ ৫১ হাজার ৯৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২ বারে ৬০ হাজার ৭৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ১ লাখ ৭৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রিমিয়ার লিজিংয়ের ৯.৮৬ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলসের ৯.৫২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৯.০৯ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯.০৯ শতাংশ, একটিভ ফাইনের ৮.৯৩ শতাংশ এবং প্রগতি লাইফের ৮.৭৩ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












