গাজীপুরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-১১ ১৪:০০:২৪


গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে। এতে ওইসব দোকান মালিকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কোনাবাড়ী (পুকুরপাড়) এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, রবিনের থাইয়ের দোকান, জাহাঙ্গীর আলম খাবারের হোটল, খোকন মিয়ার লেপ তুষকের দোকান, হারুনের চায়ের দোকান, রাহাতের মুরগী ও ভ্যারাইটি স্টোর এবং মায়া রানীর মুদি দোকান।

খাবার হোটল মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমি পরিবার নিয়ে হোটেলের পিছনেই থাকতাম। রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে কোনমতে পরিবার নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসি। আমাদের পড়নের কাপড় ছাড়া কিছুই নাই। চোখের সামনে আগুনে বসত ঘর এবং হোটেলের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে কিছুই করতে পারলাম না।

চায়ের দোকানের মালিক হারুন-অর রশীদ বলেন, ছোট্ট এই চায়ের দোকানের আয় দিয়ে আমার চার সদস্যের সংসার চলে। সব পুড়ে গিয়ে নি:শেষ হয়ে গেছি। এখন পথে বসা ছাড়া আমার উপায় নেই।

মুরগী ও ভ্যারাইটি স্টোরের মালিক রাহাত বলেন আজ মাসের ১১ তারিখ। আশপাশের শিল্প কারখানার শ্রমিকেরা বেতন পেয়েছে। আমার কাছ থেকে অনেক শ্রমিক বাকিতে কেনাকাটা করে। আগুনে বাকির খাতাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান বাকী রয়েছে কয়েক লাখ এখন আমি বাকি কাস্টমারের কাছে কিভাবে টাকা চাইব।

স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ মামুন বলেন, রাত দেড়টার আগুন হঠাৎ করে দ্রুত সবগুলো দোকানে ছড়িয়ে পড়ে। পিানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খোকনের লেপ তুষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এনজে