দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-১১ ১৬:০০:৪২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১৭৪ বারে ৪ লাখ ৪১ হাজার ৭৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭৫ বারে ৪৫ লাখ ২০ হাজার ৯০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইফাদ অটোসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭৩ বারে ১০ লাখ ৫২৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –রানার অটোমোবাইলসের ৮. ৮৩ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৬.২৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৪৭ শতাংশ, শাহাজিবাজার পাওয়ারের ৫.২৭ শতাংশ, আমান ফিডের ৫ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৫৫ শতাংশ এবং আইসিবি’র ৪.২০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস