জাবিতে ছাত্রলীগের নামে চাঁদাবাজি, বহিরাগত আটক
আপডেট: ২০১৫-১০-২৬ ২১:৩৬:৪১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের এক নেতার নাম উল্লেখ করে ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদাবাজির সময় বহিরাগত এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়। আটক মো. জসিম (২২) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নবীনগর এলাকার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে জসিম জানান, মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশফিক সরকার ও গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জুয়েলের নির্দেশে সে চাঁদা তুলছিল। এ সময় তার সঙ্গে জুলহাস নামে আর এক যুবকও ছিল বলে জসিম জানায়।
তবে পুলিশ জুলহাস নামে কাউকে আটক করতে পারেনি। পরে আটক জসিমের তথ্য অনুযায়ী তার মোবাইল কললিস্টে ছাত্রলীগ নেতা মো. আশফিক সরকার ও গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জুয়েলের নম্বর পাওয়া যায়।
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশফিক সরকার সাংবাদিকদের বলেন, জসিম ও জুয়েল দুজনই আমার পরিচিত। তবে চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জসিম আমাকে না জানিয়েই এসব করেছে।
সানবিডি/ঢাকা/রাআ