সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালেই মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশের গোয়েন্দা বিভাগ।
এরপর থেকে মৌলভীবাজার জেলা পুলিশ সর্বোচ্চ গোপনীয়তায় তিন দিন ধরে রেকি করে জঙ্গিদের যাওয়া আসাসহ অন্যান্য কার্যক্রমের ওপর কড়া নজর রাখতে থাকে। মৌলভীবাজার শহরের প্রধান সড়ক থেকে মাত্র ৫০০ গজ ভেতরে একটি ডুপ্লেক্স বাড়ি। কাছেই বড়হাট আবুশাহ (রঃ) দাখিল মাদ্রাসা। বাড়িটির ওপর কড়া নজর রাখতে থাকে গোয়েন্দা পুলিশ। খবর জানানো হয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকেও।
এরপর আতিয়া মহলের অভিযান শেষ হওয়ার অপেক্ষা। এক নারীসহ চার জঙ্গি খতম ও বিপুল বিষ্ফোরক নিষ্ক্রিয় করার দীর্ঘ প্রক্রিয়ার পর মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় আতিয়া মহলে অভিযানের সফল সমাপ্তি ঘোষণা হয়।
এরপর সকল ব্যবস্থা নিয়ে এগুতে থাকে মৌলভীবাজার পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বুধবার দিবাগত মধ্য রাতের পর ওই বাড়িটি ঘিরে ফেলার সকল প্রস্তুতি নেওয়ার সময়টিতেই খবর আসে আরেকটি জঙ্গি আস্তানার। জানা যায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেপুর গ্রামে আরেকটি আস্তানাতেও রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। একটিতে অভিযান চললে অপরটির সদস্যরা সিলেটের মত বাইরে হামলা চালাতে পারে এ আশংকায় দুটি আস্তানাতেই একযোগে অভিযানে নামে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও র্যাব।