বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার ধানমন্ডিস্থ কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তা সানাউল হক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান।
সানাউল হক বলেন, ‘মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের উপযুক্ত তথ্য প্রমাণ মিললে মামলা করা হবে।’
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের নয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।