আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১১-১২ ১০:৫৯:২৩

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের দিল্লি। টানা তিন দিন ধরে বিশ্বের ১২৭টি দেশের মধ্যে আজ বুধবারও শীর্ষে রয়েছে শহরটি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। সকাল ৯টা ১২ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৭৯৮, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২৬৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আজ এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। গত দুই দিন শহরটির বাতাস ছিল ‘দুর্যোগপূর্ণ’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা রাজধানী ঢাকার স্কোর হচ্ছে ২৩২।
অর্থাৎ স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে। এ ছাড়া ২১৮ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে কলকাতা শহর ও ১৯৪ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ইরাকের বাগদাদ শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













