
সন্ত্রাস বিরোধী আইনে, মাদক ও বিস্ফোরক মামলায় মাদারীপুরের কালকিনি উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে কালকিনি পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর লিয়াকত ঢাকা দেন। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ থেকে তাকে গ্রেপ্তার করে।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, লিয়াকতের বিরুদ্ধে সন্ত্রাসী বিরোধী আইনে, মাদক ও বিস্ফোরক মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হবে।
এনজে