রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
প্রকাশিত - মার্চ ৩০, ২০১৭ ১০:১৭ এএম
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।
নির্বাচনে মেয়র পদে চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে মোট দুই লাখ সাত হাজার ৫৬৬ জন ভোটার ভোটারাধিকার প্রয়োগ করবেন। ১০৩টি ভোটকেন্দ্রে ৬২৮টি ভোট কক্ষ নির্মাণ করা হয়েছে।
নির্বাচনে ১০৩টি ভোটকেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরো সিটি এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যাব -পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.