
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ পাইকগাছা-কয়রা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ পালিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) কয়রা উপজেলা সদর ইউনিয়নে দিনব্যাপী উঠান বৈঠক, গণসংযোগসহ বিভিন্ন নির্বাচনী প্রোগ্রাম করেন। প্রোগ্রামের অংশ হিসেবে প্রথমে সকাল ৮ টায় ১ নং ওয়ার্ডে গণসংযোগ পালিত হয়।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর কয়রা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলনা সুজাউদ্দিন,কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুস সাত্তার, ২ নং ওয়ার্ড সভাপতি নাঈম হোসেন রকি,ইসমাইল হোসেন রাজুসহ শতাধিক নেতাকর্মীবৃন্দ।
একইদিনে সকাল ১০ টা ৩০ মিনিটে কয়রা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে প্রায় পাঁচ শতাধিক মহিলাদেরকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ১১:৩০ টায় কয়রা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ওড়াতলা হাফিজিয়া মাদ্রাসা মাঠে পুরুষ-মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুর ১২:৩০ টায় কয়রা থানা অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় করে বলেন,এলাকার মানুষের শান্তি ও নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে প্রশাসনিক কার্যক্রম অধিকতর জোরদার করার আহবান জানান।
বিকাল ৩:৩০ টায় কয়রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পুরুষ-মহিলা উঠান বৈঠক, আছর নামায বাদ ৮ নং ওয়ার্ডে জানাযায় অংশগ্রহণ, বিকাল ৫ টায় ৯ নং ওয়ার্ডে উঠান বৈঠক, মাগরিবের নামাযের পরে ৯ নং ওয়ার্ডে জুনিয়র মোড়ে জামায়াতের অফিস উদ্বোধন, সন্ধ্যা ৬ঃ৩০ টায় উপজেলা নির্বাহী কর্মকার সাথে মতবিনিময় ও সন্ধ্যা ৭ টায় ২ নং ওয়ার্ডে দক্ষিণচক কালিবাড়ি মন্দির সম্মুখে পুরুষ-মহিলাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এনজে