মার্জিন আইনে ধরাশায়ী পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-১১-১৩ ১৩:০৮:১৭


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ রুল জারি করা হয়েছে। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আর এতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বড় ধস নেমেছে দেশের পুঁজিবাজারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০ টির, দর কমেছে ৩৪৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭০ কোটি ৯২ লাখ টাকা।

এদিকে, খসড়া মার্জিন ঋণ নীতিমালা চূড়ান্ত হলে পুঁজিবাজারে বড় ধরনের ধস নেমে আসতে পারে বলে আগেই জানিয়েছিলেন সাধারণ বিনিয়োগকারীরা।

খসড়া নীতিমালা প্রত্যাহার করে বিনিয়োগকারীদের স্বার্থসংরক্ষন করে বিদ্যমান নীতিমালা আধুনিকায়নের দাবি করেন তারা।

সোমবার (২৫ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে খসড়া মার্জিন বিধিমালার উপরে বিনিয়োগকারীদের মতামত ও সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতারা।

 

এসকেএস