
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ রুল জারি করা হয়েছে। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আর এতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বড় ধস নেমেছে দেশের পুঁজিবাজারে। একই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫ টির, দর কমেছে ৩৫২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭ টির।
ডিএসইতে এক হাজার ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৩ কোটি ২১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৯০ কোটি ১৩ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০১ পয়েন্টে।
সিএসইতে ১৬০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দর বেড়েছে, কমেছে ১৩৬টির আর ৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস