
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮৯ বারে ১ লাখ ৮১ হাজার ৭৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২ বারে ১৩ হাজার ৬২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৫৬ বারে ২ লাখ ৩৯ হাজার ২৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –লাভেলোর ৯.৯৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৮৯ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৮৯ শতাংশ, এস্কয়ার নিটিংয়ের ৯.৭৩ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের ৯.৬৭ শতাংশ দর কমেছে।
এসকেএস