দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-১৩ ১৫:৩৭:১৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ১৪৬ বারে ২ লাখ ৪৪ হাজার ৭২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ০৮ শতাংশ। ফান্ডটি ১০৪ বারে ৫ লাখ ৬৫ হাজার ২২১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪১৪ বারে ১৫ লাখ ২ হাজার ৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সেন্টাল ইন্স্যুরেন্সের ০.৯৬ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি০.৯৩ শতাংশ, প্রাইম ব্যাংকের .৭৬ শতাংশ , শাহজালাল ইসলামী ব্যাংকের .৫৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের .৪১ শতাংশ, রহিম টেক্সটাইলের .৩৩ শতাংশ এবং ওয়ালটনের .০৬ শতাংশ দর বেড়েছে। 

 

এসকেএস