নওগাঁয় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের ব্যবস্থাপনায় সরকারি বি.এম.সি মহিলা কলেজে বেলা ১০টায় এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন ও সম্প্রসারণ) অধ্যক্ষ এনামুল করিম শহীদ। ওয়ার্কশপে কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর সহ-সভাপতি ও ওয়ার্কশপের উদ্বোধক প্রফেসর সন্তোস কুমার চৌধুরী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রাজশাহী বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও নওগাঁ জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. আব্দুল মজিদ, বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভার এর সম্পাদক ও ওয়ার্কশপের সার্বিক স্বমন্বয়কারী মো. নাসিম আলম সহ ৭টি জেলার ৩০জন জেলা রোভারের প্রতিনিধি অংশগ্রহন করেন। ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ক্যাম্প অফিসার আহমদ বাসেতুল হক ম্যাগনাস।
ওয়ার্কশপের জেলা ভিত্তিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা, জেলা স্কাউটস কমিটির পুনঃগঠন, জেলা স্কাউটস এর বার্ষিক কাউন্সিল সভার নিয়মিত অনুষ্ঠান, বাংলাদেশ স্কাউটস এর ২০১৪-১৫ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন, জেলাওয়ারি রোভার স্কাউট সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্যমাত্রা চূড়ান্তকরণ, রোভার জেলা স্কাউটস এর উপবিধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সানবিডি/নওগাঁ/আরমান/এসএস