কিংস্টন হাসপাতাল লিঃ এর সাথে মেটলাইফ এর চুক্তি
প্রকাশ: ২০১৫-১০-২৬ ২১:৪১:৪৯

সম্প্রতি কিংস্টন হাসপাতাল এর সাথে আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানী (মেটলাইফ) মেডিকেল কর্পোরেট চুক্তি সম্পাদিত হয়। চুক্তির সময় কিংস্টন হাসপাতালের পক্ষে হাসপাতালের চেয়ারম্যান মেজর আব্দুস সালাম সরকার (অব:) ও আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানীর পক্ষে চিফ অপারেশনস অফিসার আখলাকুর রহমান স্বাক্ষর করেন।
এখন থেকে আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানী (মেটলাইফ) কিংস্টন হাসপাতাল থেকে তাদের সকল পলিসি হোল্ডারদের প্রয়োজনীয় চিকিৎসার ক্ষেত্রে কর্পোরেট সুবিধা পাবেন।
উল্লেখ্য যে মিরপুর ডিওএইচএস এবং কালশী মোড়ের সন্নিকটে অবস্থিত কিংস্টন হাসপাতালে আউটডোর চিকিৎসা, ইমার্জেন্সী, প্যাথলজী, ইমেজিং, কনসালটেশন সেন্টার ইত্যাদি কার্যক্রম নিয়মিত ভাবে চলছে এবং খুব শীঘ্রই ইনডোর চিকিৎসা, অপারেশন থিয়েটার, আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস শুরু হতে যাচ্ছে।
চুক্তির সময় উপস্থিত ছিলেন কিংস্টন হাসপাতালের ডাইরেক্টর (টেকনিক্যাল সার্ভিসেস), ইঞ্জিঃ মোঃ ফারুক সরকার, এক্সিকিউটিভ ডাইরেক্টর মুহাম্মদ তানভীর আলম, আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানী (মেটলাইফ) এর সিনিয়র সহকারী ম্যানেজার মেডিকেল নেটওয়ার্ক ডাঃ আবু হেনা মোস্তফা বেলাল এবং কিংস্টন গ্রুপের জেনারেল ম্যানেজার মোঃ জাবেদুর রহমানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













