জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আসছে বিদেশি বিশেষজ্ঞ: আসিফ মাহমুদ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১১-১৬ ১৪:১৪:২১


জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আগামী ৫ ডিসেম্বর দেশে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক টিম আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে।

তিনি আরও বলেন, রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে।

এ সময় নির্বাচন ও পদত্যাগ নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

বিএইচ