পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের দশটি সংগঠনের নতুন জোট ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-১৬ ১৪:২৪:২৯

দশটি সংগঠনের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীরা। নতুন এই জোটের নাম দেয়া হয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোট।
রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ের সামনে বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে আয়োজিত বিক্ষোভে এ ঘোষণা দেন নতুন জোটের সিনিয়র সমন্বয় এসএম ইকবাল হোসেন।
ঘোষিত এই জোটে রয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস এসোসিয়েশন, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস এসোসিয়েশন, আইসিবি ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ এবং বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ।
নতুন এই জোটের অধীনে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জোটটির নেতারা।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













